মৌলভীবাজার কমলগঞ্জ প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার গোর্বদ্ধনপুর গ্রামের তওয়াহীদ মিয়া কর্তৃক একই গ্রামের স্বামী-স্ত্রীকে প্রাণ নাশের হুমকির অভিযোগে পাওয়া গেছে।থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, গোর্বদ্ধনপুর গ্রামের শুক্কুর মিয়ার ছেলে মিলন মিয়ার একটি ছাগল জোর পূর্বক পার্শ্ববতী বাড়ীর মৃত নওয়াব উদ্দিনের ছেলে তওয়াহীদ মিয়ার গত ৮ অক্টোবর বেঁধে রাখেন। এই সময় মিলনের স্ত্রী শিল্পী বেগম ছাগল বেঁধে রাখার কারন জানতে চাইলে তাওয়াহীদ তখন (শিল্পীকে)কে অকথ্যভাষায় গালাগালি করে মারার জন্য ছুটে আসেলে স্থানীয় লোকজন আসলে তওহীদ নিরব হয়ে যায়। জানাযায় এই ঘটনায় শিল্পী বেগম সালীশানদের কাছে বিচার প্রার্থী হওয়ার সংবাদ পেয়ে তখন তওয়াহীদ আরো বেশি ক্ষিপ্ত হয়ে উঠে।নিরীহ এই পরিবার একই এলাকার প্রভাবশালী তওয়াহীদের ভয়ে আতংকে রয়েছেন শিল্পীর পরিবার।এই ঘটনায় মিলন ও শিল্পীর জানমালেন নিরাপত্তা ও প্রাণ নাশের হুমকি প্রদান করায় ( মিলন) মিয়া বাদী হয়ে কমলগঞ্জ থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেন।