কমলগঞ্জ প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জের বনগাঁও গ্রামের ১০০ দুস্থ ও সুবিধা বঞ্চিত শীর্তার্থ মানুষ পেল কম্বল। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় অরণ্য নিবাস ইকো রিসোর্ডের উদ্যোগে ইকো রিসোর্ড প্রাঙ্গনে এ কম্বল বিতরণ করা হয়। ইকো রিসোর্ডের স্বত্তাধিকারী মেজর জাহিদ হাসানের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান,বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবাহী অফিসার সিফাত উদ্দীন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিলবিস বেগম। স্বাগত বক্তব্য রাখেন কমলগঞ্জ থানার (ওসি) তদন্ত আব্দুর রাজ্জাক, রিসোর্ডের ম্যানেজিং ডাইরেক্ট শহীদুল ইসলাম প্রমুখ। অনুষ্টানের অরন্য নিবাসের আশপাশ গ্রামের শতাধিক দুস্থ ও দরিদ্র মানুষকে কম্বল প্রদান করা হয়।