জায়েদ আহমেদ, মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের উদ্যোগে শহরের প্রায় ২০০ জন গরীব-দুখী, পথচারি, হতদরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
বুধবার ১২ এপ্রিল বিকেলে ভানুগাছ বাজারের চৌমুহনী পয়েন্ট,রেলস্টেশন এলাকায় এসব ইফতার তুলে দেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সঞ্জয় চক্রবর্তী।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত)। কমলগঞ্জ থানা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, মাননীয় জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের নিদের্শনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে কমলগঞ্জ থানার পক্ষ থেকে আমরা ইফতার বিতরণ করেছি। সকলেই জানেন, সেবাই পুলিশের ধর্ম, মানবিক পুলিশ এবং জনগণের পুলিশ নিদের্শনা রয়েছে। আমাদের পুলিশ প্রধানসহ মাননীয় রেঞ্জ ডিআইজি, মাননীয় পুলিশ সুপারের নিদের্শনায় আমরা জনগণের কাছাকাছি এসে আমাদের সেবাগুলো জনগণের সেবায় পৌঁছে দিতে চাচ্ছি।
তিনি আরোও বলেন, পুলিশ শুধু আইন শৃঙ্খলাই রক্ষা করে না ,তারা মানবিক বিবেক বোধ থেকে হতদরিদ্র ও অসহায় মানুষের পাশেও দাঁড়ায়। রমজানে সকলের সাথে ইফতারের আনন্দ বিলিয়ে দেয়ার মাঝেই যেন প্রকৃত তৃপ্তি লাভ করা হয়।পাশাপাশি আজকের ইফতারের আয়োজনের মাধ্যমে আমরা সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের মানুষ যারা সাধারণ মানুষ তাদের মুখে হাসি ফুটাতে চাচ্ছি। এরই লক্ষ্যে একটা সাধারণ প্রচেষ্ঠাই আজকের ইফতারের আয়োজন।