দিলোয়ার হোসাইন নানক,কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ৪ নং বারঘড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলার চাতল মধ্য বাজারে অনুষ্ঠিত কর্মী সভায় সভাপতিত্ব করেন বারঘড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি টিপু সুলতান।বারঘড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ফজলুর রহমানের সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান বক্তা করিমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাসিরুল ইসলাম খান আওলাদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারঘড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান কাঞ্চন।কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন করিমগঞ্জ উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফর রহমান চাঁন মিয়া,গুনধর ইউপি চেয়ারম্যান আবু ছায়েম ভূঁইয়া রাসেল, নিয়ামতপুর ইউপি চেয়ারম্যান মো:হেলিম,সুতারপাড়া ইউপি চেয়ারম্যান কামাল হোসেন ভূঁইয়া, বারঘড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো:রতন মিয়া প্রমুখ।কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে আলহাজ্ব নাসিরুল ইসলাম খান আওলাদ বলেন,অনেক প্রতিকূলতার মধ্যে ও দলের হাল ছাড়িনি,সকল কিছু মোকাবেলা করতে করতে আজকে এই পর্যন্ত। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল পযার্য়ে দলকে আরও বেশি সুসংগঠিত করতে হবে।সোনার বাংলা বিনিমার্ণে নৌকার বিকল্প নেই।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়ে তুলতে কাজ করছেন।করিমগঞ্জ – তাড়াইলের মানুষ লাঙ্গল চায় না।নৌকা স্বাধীনতার প্রতীক।প্রতিটি মানুষের ঘরে ঘরে গিয়ে ভালোবাসা অর্জন করে নৌকায় ভোট চাইতে হবে।