মোঃ আব্দুল্লাহ আল আনন্দ,
কাউনিয়া উপজেলা প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়ায় উপজেলার শাহাজাহান আলী (৫২) নামক এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের আরাজী হরিশ্বর গ্রামের মৌলভীবাজার সংলগ্ন তিস্তার নদীর মানাস নদী শাখায় থেকে এই লাশ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাহজাহান আলী উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভুতছাড়া গ্রামের মৃত গাজিয়ার রহমানের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানান, বুধবার সন্ধায় উপজেলার মৌলভীবাজার সংলগ্ন মানস নদীরতে মাছ ধরতে গিয়ে এক অজ্ঞাত ব্যাক্তির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দোয়া স্তানিয়রা । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর তার পরিচয় শনাক্ত করে।
নিহতের পরিবার জানান, শাহাজান আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছেন। প্রতিদিনের মত বুধবার ফজরের নামাজের পর বাড়ি থেকে বের হন। এর পর সন্ধ্যা হলে বাড়িতে ফিরেনি।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে