কাউনিয়া উপজেলা প্রতিনিধি-ঃ
রংপুর কাউনিয়ার বেইলিব্রিজ বাজারে রাজু মেডিসিন কণারে সিসি ক্যামেরা সংযোগ কেটে প্রায় ৬৮ হাজার টাকার মালামাল চুরি ঘটনা ঘটেছে। থানার অভিযোগ সূত্র ও দোকানের মালিক রাশেদুল ইসলাম রাজু (৪৩) জানায়
বেইলী ব্রিজ বাজারে বড়ুয়ারহাট রোডে তার একটি ঔষধের দোকান রয়েছে।
প্রতি দিনের মত তিনি গত ১৫ নভেম্বর রোজ রবিবার রাত ১২টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যায়। ওই রাতে আনুমানিক ২টা ৩০ মিনিটে তার বাড়িতে রোগী ঔষধ নেওয়ার জন্য তার বাড়িতে আসলে ছোট ভাই রাজা ও রোগী সহ দোকানে ঔষধ নেওয়ার জন্য যায়। দোকানে গিয়ে শাটার খোলা মাত্রই তারা বুঝতে পারে দোকানের টিন কেটে কে যেন পালিয়ে যায়। দোকানের ভিতর গিয়ে দেখতে পায় চুরি করার উদ্দেশ্য চোর প্রয় ৪ লহ্ম টাকার ঔষধপত্র কাটুনে বাধাই করে। তারা সঠিক সময় আসার কারনে সেটি নিতে পারে নি। কাটুমটি নিতে না-পেয়ে
সিসি ক্যামেরা সংযোগ কেটে দেয়। এসময় চোর ক্যামেরা কম্পিউটার হাডডিক্র্র ৬ হাজার, ঔষধ ৫০ হাজার টাকার, নগত ১২ হাজার টাকা সহ মোট প্র য় ৬৪ হাজার টাকা চুরি করে নিয়ে যার। এবিষয়ে থানার একটি সাধারণ অভিযোগ কারা হয়েছে।