কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলা মহিলা বিষয়ক অফিসার রেবেকা ইয়ামিনের বিরুদ্ধে আন্তজাতিক নারী দিবস অনুষ্ঠানে বক্তব্য শেষে ‘জয় বাংলা’ স্লোগান না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।বুধবার প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে আন্তজাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মনোনীতা দাসের সভাপতিত্বে আলোচনা সভায় মহিলা বিষয়ক অফিসার রেবেকা ইয়ামিন বক্তব্যে একবারও জয় বাংলা উচ্চারণ করেননি এবং জয় বাংলা না বলেই বক্তব্য শেষ করে মঞ্চে বসে পড়েন। এতে উপস্থিত অনেকে ক্ষোভ প্রকাশ করেন। উপজেলা পর্যায়ে একজন দায়িত্বশীল কর্মকর্তা সরকারি প্রজ্ঞাপনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর কারণে তার দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন উঠেছে উপস্থিত অনেকেন মধ্যে। উপস্থিত অনেকেই বলেন, মহিলা বিষয়ক অফিসার বক্তব্য শেষে জাতীয় স্লোাগান ‘জয় বাংলা’ বলতে চান না মনে হয়। কারণ এর আগেও অনুষ্ঠানে বক্তব্য শেষে এই কর্মকর্তাকে জাতীয় স্লোাগান ‘জয় বাংলা’ বলতে শোনা যায়নি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন সাথী, উপজেলা তথ্য আপা অঙ্কনা জাহান, উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী শিউলি রিচিন বক্তব্য শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ বলে শেষ করেন।
অভিযোগের বিষয়ে জানতে রেবেকা ইয়ামিনের মোবাইল ফোনে জানতে চাইলে নিজের দোষ স্বীকার করে বলেন, বক্তব্য শেষে জাতীয় স্লোাগান জয় বাংলা বলতে ভুলে গিয়েছিলেন তিনি।উল্লেখ্য, গত ২ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন আকারে প্রকাশিত সরকারি গেজেটে নির্দেশ দিয়ে বলা হয়, রাষ্ট্রীয় সব অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিতে হবে। প্রজ্ঞাপনের ‘খ’ নম্বরে বলা হয় ‘সাংবিধানিক পদাধিকারীগণ, দেশে ও দেশের কর্মরত সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা সব জাতীয় দিবস উদযাপন এবং অন্যান্য রাষ্ট্রীয় ও সরকারি অনুষ্ঠানে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’স্লোগান উচ্চারণ করিবেন।