মহসিন দুর্জয় বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখল করে ঘরবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে এক প্রভাবশালী কুচক্র মহলের বিরুদ্ধে। এই ঘটনায় কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের উত্তর দারিয়াপুর এলাকার মৃত আজিম উদ্দিনের মেয়ে রহিমা বেগম আম মোক্তারনামা ২২৪২নং দলিল মূলে মালিক হয়ে জমি ভোগ দখল করে আসছে। কিন্তু ওই এলাকার কচুটি মহলের সদস্য আলী হোসেন পক্কু, ঠান্ডু মিয়া, রিনা,হাসনা,জাহানারা বেগম এবং ভোলা মিয়া জোরপূর্বক রহিমা বেগমের জমিতে ঘরবাড়ি নির্মাণের মাধ্যমে জমি দখলের চেষ্টা চালাচ্ছে। রহিমা ওই প্রতিপক্ষদেরকে কাজে বাধা দিতে গেলে তাকে খুন ও গোম করার হুমকি দেয়।কুচক্রী মহলের সদস্য ভোলার সাথে এ বিষয়ে কথা বলতে গেলে তিনি কোন কথা বলতেই রাজি হননি।
এই ঘটনায় কালিয়াকৈর থানা পুলিশের উপ -পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে এসেছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।