রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
জামায়াত-বিএনপির নৈরাজ্য, বিশৃংঙ্খলা ও নাশকতা ঠেকাতে রূপগঞ্জ উপজেলার কাায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ আগষ্ট বুধবার কায়েতপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
নগরপাড়া এলাকায় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কায়েতপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শ্রী রবী রায়, সভাবক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জাহেদ আলী,প্যানেল চেয়ারম্যান ওয়ান মোঃ বজলুর রহমান বজলু, ছাত্রলীগের সভাপতি ও ৪ নং ওয়ার্ড মেম্বার ওমর ফারুক ভূঁইয়া,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন, ৫ নংওয়ার্ড আওয়ামীলীগের সধার সম্পাদক হাজী মহিবুর রহমান, আওয়ামী লীগ নেতা হাজী ফজল, নূর আহম্মদ, ফারুক ভূইয়া , মোহাম্মদ আলী, ইয়াছিন মিয়া, প্রচার সম্পাদক আক্তার ফকির, সাবেক মেম্বার মান্নান বেপারী, ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবলীগের সভাপতি সালাম মোল্লা, আনোয়ার ভূইয়া,৫নংওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ সবুজ, সিনিয়র সভাপতি রাকিব আহমেদ প্রমুখ।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা নগরপাড়া-ডেমরা সড়কের নগরপাড়া বাজার এলাকা প্রদক্ষিণ করে।