আজাদ হোসেন আওলাদ মিয়া, স্টাফ রিপোর্টার:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক কিশোরগঞ্জের আলো’র তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার বিকাল তিনটায় থানা মোড়স্থ কার্যালয়ে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। অনলাইন নিউজ পোর্টাল দৈনিক কিশোরগঞ্জের আলো’র সম্পাদক ও প্রকাশক মো.আদর আলী’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও কালবেলা উপজেলা প্রতিনিধি ইয়ামিন কবির স্বপন,জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও বাংলাদেশ বুলেটিন উপজেলা প্রতিনিধি সামসুজ্জামান সুমন,বাংলাদেশ প্রেসক্লাব কিশোরগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি আবু সুফিয়ান,সহসভাপতি জাহাঙ্গীর আলম,সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া,আজকের প্রতিদিনের উপজেলা প্রতিনিধি আব্দুস সালাম,সাংবাদিক মিষ্টার রহমানসহ আরও অনেকে।