সোহেল রানা,কুড়িগ্রামঃ
কুড়িগ্রামে স্বাস্থ্য সুরক্ষা কর্মসুচির সম্প্রসারনের লক্ষ্যে রাজারহাট উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা,
জনপ্রতিনিধি ও সুধীজনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্বাস্থ্য সুরক্ষা কর্মসুচি(এসএসকে) স্বাস্থ্য অর্থনীতি ইউনিট,স্বাস্থ্য সেবা বিভাগ,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় এবং উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এই মতবিনিময় সভা ও কর্মসুচি অনুষ্ঠিত হয়।
রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল মিটিং এ যুক্ত হয়ে বক্তব্য রাখেন,স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ডঃ মোঃ এনামুল হক ও স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের স্বাস্থ্য সেবা বিভাগের পরিচালক
(গবেষনা) ডঃ সৈয়দা নওশীন পর্নিনী। এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি,উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম ফাতেমা সহ বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও ইউপি সদস্যবৃন্দ সহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।