কুড়িগ্রাম জেলা রাজারহাট উপজেলা প্রতিনিধি।
নাহিদ হাসানঃ
অদ্য ১০/১০/২০২২ খ্রিঃ তারিখে মাইনের বাজার,দোয়ারাফাস নামক জায়গায় নাজিমখান হতে রাজারহাট গামী একটি নোহা মাইক্রো গাড়ী অধিক স্প্রীড থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা তিন জন পথচারীকে ধাক্কা মেরে পাশে একটি পুকুড়ে পড়ে যায়- খবর পেয়ে রাজারহাট ফায়ার স্টেশন কর্তৃক সাব অফিসার জনাব গোলাম মোস্তফার নেত্বত্তে দূর্ঘটনার স্থান হইতে তিন জন আহত ব্যাক্তিকে উদ্ধার করে ২য় কল গাড়ী যোগে রাজারহাট স্বাস্হ্য কমপ্লেক্সে পৌছে দেয়া হয়। দূর্ঘটনা স্থলে কোনো নিহত ব্যাক্তি নাই। দূর্ঘটনার নোহা মাইক্রোটির নাম্বার- ঢাকা মেট্রো-চ
১১-৬১৫৩.।