মোহাম্মদ ছালাহ্ উদ্দিন উজ্জ্বল স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ ও শুভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (২৭ মে) বেলা সাড়ে ৩ টায় গফরগাঁও উপজেলা আওয়ামী কার্যলয়ের সামনে থেকে সমাবেশের বিশাল মিছিল শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ কার্যলয়ের সামনে সভায় মিলিত হয়। এ সভায় উপজেলা উপজেলা যুবলীগের আহবায়ক এম সালাউদ্দিন পলাশ ও যুগ্ম আহবায়ক মাহমুদ হাসান সজীব বক্তব্য রাখেন।
সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি আহবায়ক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
শান্তি সমাবেশের পথ সভায় বক্তারা বলেন, বিশ্বনেতা শেখ হাসিনার নেতৃত্বে তলাবিহীন ঝুড়ি থেকে দেশ বর্তমানে মধ্য আয়ে উন্নীত হয়েছে। দেশের অভূতপূর্ব উন্নয়নকে বাধাগ্রস্ত করতে জামায়াত-বিএনপি নানামুখী ষড়যন্ত্র শুরু করেছে। এ ষড়যন্ত্র নষ্যাৎ করতে গফরগাঁও উপজেলা যুবলীগ প্রতিটি নেতাকর্মীদের সাথে নিয়ে মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে।