মোহনপুর প্রতিনিধিঃ
মোহনপুরে কেশরহাট পৌর আওয়ামী লীগের উদ্যোগে দেশব্যাপি বিএনপির ভাংচুর, তান্ডব ও গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সন্ধায় (২৯আগস্ট) কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামানের নেতৃত্বে দলীয় কার্যালয় হতে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি সড়ক মহাসড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রুস্তম আলী প্রামাণিক, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ আহম্মেদ, কেশরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শাহেদুজ্জামান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কেশরহাট পৌরসভার যুগ্মসাধারণ সম্পাদক শাহিনুর রহমান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুবাইয়াত হোসেন, কেশরহাট পৌর যুবলীগের সাবেক সভাপতি রোকমতজ্জামান টিটু, পৌর যুবলীগের আহবায়ক আতিকুর রহমান, যুগ্মআহবায়ক জামাল হোসেন, যুগ্ম আহবায়ক এইচএম কামরুজ্জামান, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজি আবদুল কাদের প্রমূখ।