সোহেল রানা,কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর সকাল ১১ঃ৩০ ঘটিকায় রাজারহাট কৃষি অধিদপ্তর এর আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
বীজ ও সার বিতরণ কালে কৃষি কর্মকর্তা সম্পা আকতার এর সভাপতিত্বে উক্ত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,সাংবাদিক সোহেল রানা সহ উপকারভোগী কৃষক বৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলার ৭টি ইউনিয়নের ৫০ জন কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ৫ কেজি করে মাসকালাই বীজ,১০ কেজি করে ডিএফি সার এবং ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।