মনির উদ্দিন মুন্না খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ঃ-
খাগড়াছড়িতে জেলহত্যা দিবস উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের শাপলা চত্বর হয়ে টাউন হল গিয়ে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনাসভা করা হয়,জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক ও সাংবাদিক নুরুল আজমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন – জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রনবিক্রম ত্রিপুরা,
উপস্থিত ছিলেন –
আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া,সাধারণ সম্পাদক ও মেয়র
নির্মলেন্দু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,
সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম দিদার,
জেলা পরিষদের সদস্য, অ্যাডভোকেট আশুতোষ চাকমা, পার্থ ত্রিপুরা জুয়েল, খোকনেশ্বর ত্রিপুরা, জেলা আওয়ামীলীগ নেতা জুয়েল চাকমা,দপ্তর সম্পাদক চন্দন দে, সদস্য শামীম চৌধুরী, আলতাফ চৌধুরী,
সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাস, সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন, জেলা কৃষক লীগের সভাপতি পিন্টু ভট্টাচার্য,জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলাপরিষদ সদস্য শাহিনা আক্তার, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুইচিং থুই মারমা, সাবেক জেলা যুবমহিলালীগের সাধারণ সম্পাদক ফারজানা আজম, জেলা যুবমহিলা আওয়ামিলীগের সভাপতি বিউটি রানি ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিলকিছ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বিউটি চৌধুরী, সাবেক ছাত্রলীগের সভাপতি টিকো চাকমাসহ জেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।