মনির উদ্দিন মুন্না খাগড়াছড়ি প্রতিনিধিঃ-
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে কেককাটা, শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা ও আলোচনা করা হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরী ‘র সঞ্চালনায়
প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,
এতে উপস্থিত ছিলেন -জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা,প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাইফুল্লাহ, নির্বাহি প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা,সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার হাওলাদার, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা বদিউল আলমসহ জেলা পরিষদের সকল কর্মচারীরা,সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করে।
আলোচনা সভায় শেখ রাসেলের ছোট বেলার স্মৃতি চারণ ও তার আত্মার সুখ সমৃদ্ধির জন্য দোয়া করেন।