মনির উদ্দিন মুন্না খাগড়াছড়ি প্রতিনিধি ঃ-
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্মাণাধীন সম্প্রসারিত ভবনের কেন্ডিলিবার (গাড়ি পার্কিং-এর পোস্ট) এর ছাদ ঢালাই কালীন ৮/১০/২০২২ তারিখে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনায় নিহতের পরিবারকে চেয়ারম্যান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক ঘোষিত পরিবার প্রতি ১.০০ লক্ষ টাকা করে ২.০০ লক্ষ টাকা অদ্য ৯/১০/২২ তারিখ হস্তান্তর করা হয়।
হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন -খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পক্ষে প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাইফুল্লাহ, জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী , সদর থানার অফিসার ইনচার্জ আরিফুর ইসলাম,৬ নং পৌর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল, ২নং পৌর ওয়ার্ড কাউন্সিলর মানিক পাটুয়ারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ নিহত মো: সাইফুল ইসলাম শিকারের মরদেহ খুলনা বাগেরহাট চিতলমারীর কলিগাতীর মধ্য পাড়া পর্যন্ত বহনসহ যাবতীয় খরচ খাগড়াছড়ি জেলা পরিষদ
বহন করছে।
সদর হাসপাতালে চিকিৎসাধীন ৫ জনের চিকিৎসা, ঔষধপত্র, খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসা খরচ জেলা পরিষদ বহন করবে।