মনির উদ্দিন মুন্না
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ::
খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা যুবলীগ। বিএনপি-জামাতের দেশব্যাপী সন্ত্রাসী কর্মকান্ড,নৈরাজ্য সৃষ্টি ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন,অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং বাংলাদেশ বিনির্মানে এ আয়োজন করে।
বুধবার (১৪ জুন ২০২৩) সকালে দলীয় কার্যালয়ে আয়োজিত বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। পরে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে দলীয় কার্যালয়ে ফিরে শান্তি সমাবেশ করে।
খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারন সম্পাদক কেএম ইসমাইল হোসেন এর সভাপতিত্বে খাগড়াছড়ির পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন -খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া,মনির হোসেন খান,সাধারন সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ির সাবেক জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে,উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম,সদস্য শামীম চৌধুরী,আফতাব চৌধুরী,খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বজিত রায় দাশ,
সহ সভাপতি ও সাবেক কমিশনার মেহেদী হাসান হেলাল,খাগড়াছড়ির সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রইস উদ্দিন, খাগড়াছড়ি পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক পরিমল দেবনাথ, খাগড়াছড়ি সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন টিটু,খাগড়াছড়ি পৌর যুবলীগের সভাপতি মানিক পাটোয়ারী,সাবেক ছাত্রনেতা মংসাপ্রু মারমা-সহ নেতাকর্মীরা এতে অংশ নেন।