মনির উদ্দিন মুন্না খাগড়াছড়ি প্রতিনিধি ঃ-
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসার কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত। সোমবার (১৮ অক্টোবর ২০২২ইং)দুপুরের দিকে জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের উদ্যােগে পুলিশ লাইন্স এর ড্রিলশেডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সর্ব কনিষ্ঠ সন্তান -শেখ রাসেল এঁর ৫৯ তম জন্মদিন উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরন করা হয়েছে।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম এর সহধর্মীনি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর সভানেত্রীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পার্বত্য চট্রগ্রামের সংরক্ষিত আসনের সংসদ সদস্য মিজ বাসন্তী চাকমা এমপি। খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এসময় খাগড়াছড়ি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, পুলিশ নারী কল্যাণ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে, পার্বত্য চট্রগ্রামের সংরক্ষিত আসনের সংসদ সদস্য মিজ বাসন্তী চাকমা বলেন,শেখ রাসেল এক সাহসী, প্রাণবন্ত সত্ত্বার নাম। শেখ রাসেল বেঁচে থাকলে আজ হয়তো বঙ্গবন্ধুর মতোই বাঙালি জাতির ভাগ্য পরিবর্তনের জন্য নিজেকে উৎসর্গ করতেন,মানবতার এক ব্যতিক্রমধর্মী প্রতীক শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মাত্র ১০ বছর বয়সে শিশু রাসেলকে তাঁর বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে নির্মমভাবে হত্যা করেছে ঘাতকেরা। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বর্বরোচিত ঘটনা হলো এই হত্যাকাণ্ড, যা করতেও নির্মম ঘাতকরা কুণ্ঠিত হয়নি সেদিন শেখ রাসেল বেঁচে থাকবে প্রতিটি শিশুর হৃদয়ে
শেখ রাসেল দিবসের আলোচনা শেষে মিজ বাসন্তী চাকমা এমপি চিত্রাংকন প্রতিয়োগিতায় বিজয়ীদের মাঝে একটি করে গাছের চারা সাটিফিকেট ও পুরুস্কার তুলেদেন।