মনির উদ্দিন মুন্না খাগড়াছড়ি জেলা প্রতিনিধি::
পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইফতার ও উপহারসামগ্রী বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। সোমবার বিকেলে উপজেলার মোল্লাপাড়া দারুল উলুম এতিমখানা ও হেফজখানার শিশুদের মধ্যে এসব তুলে দেয়া হয়।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. নাইমুল হক ও পুনাক খাগড়াছড়ির সভানেত্রী রেহানা ফেরদৌসী উপস্থিত থেকে শিশুদের হাতে উপহারসামগ্রী তুলে দিয়ে ইফতারে অংশ নেন।
এ সময় পুলিশ সুপার বলেন, খাগড়াছড়ি জেলা পুলিশের সঙ্গে পুনাক বেশ কিছু ভালো ভালো প্রোগ্রাম করে আসছে। আজকে তা আরো একটি সংযোজন। মানবিক কর্মকাণ্ড নিয়েই পুনাক কাজ করে, যা খুবই ভালো। সমাজের অবহেলিতরাই এতে বেশি উপকৃত হচ্ছে। পুনাকের কল্যাণেই মাঝেমধ্যে তাদের সঙ্গে দেখা হয়। তাই পুনাককে ধন্যবাদ। পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসী বলেন, পুনাক এখন প্রতিটি থানায় পর্যায়ক্রমে কর্মসূচি করার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় আমরা আজ মোল্লাপাড়ায় হাজির হয়েছি। ফুলের মতো কোমল শিশুদের পাশে উপস্থিত হতে পেরে পুনাক পরিবার খুবই আনন্দিত।
পুনাক সভানেত্রী শিশুদের সঙ্গে মতবিনিময় করে তাদের খোঁজ-খবর নেন।