মনির উদ্দিন মুন্না খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ঃ-
খাগড়াছড়ি পুলিশের বিশেষ অভিযান চালানো হয়,
দিন ব্যাপী খাগড়াছড়ি জেলার বিভিন্ন থানা এলাকায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ মাদক অবৈধ অস্ত্র ও সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হয়।
উক্ত অভিযানে জেলার মানিকছড়ি থানা এলাকা হতে বিপুল পরিমাণ চোলাইমদ ও তিনজন আসামিকে গ্রেফতার করা হয়। এরা হলঃ ১।রাসেল ত্রিপুরা(৩৪) পিতা- মৃত বরেন্দ্র কুমার ত্রিপুরা, মাতা- বধু লক্ষ্মী ত্রিপুরা সাং -গাড়ি টানা, ৯ নং ওয়ার্ড,থানা – মানিকছড়ি ২। মোঃ সুজন @ হৃদয় পিতা – মোঃ বাবুল, সাং-বদরপুর,পোস্ট – দুর্গাপুর, মোগলটুলি থানা- কোতোয়ালি, জেলা কুমিল্লা ৩। মোঃ ইমন (১৯)পিতা -মোঃ বেলাল মাতা- রেহেনা বেগম সং – এনায়েত আলীর বাগান, কলোনি স্কুলের পেছনে থানা- ডবল মুড়িন জেলা – চট্টগ্রাম দের নিকট হতে ১৩৬ লিটার চুলাই মদ উদ্ধার করা হয়।
আনুমানিক ৫ টার সময় মাটিরাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা হইতে ফেনী গামি শান্তি পরিবহন (চট্টমেট্রো ব-১১-০৮০৮) গাড়িতে তল্লাশি চালিয়ে নাম, অনিল জ্যোতি চাকমা (৩৪) পিতা মৃত,নাম, রিপু চাকমা (৩৩) পিতা মৃত অরুণ বিকাশ চাকমা, উভয় গ্রাম, দাদন চন্দ্র কারবাড়ীপাড়া, পোস্ট,বাবুছড়া , থানা দীঘিনালা, জেলা, খাগড়াছড়ি কে ৮০ লিটার চোলাই মত সহ দুইজন আসামিকে আটক করে। মাটিরাঙ্গা থানার উপ পরিদর্শক এস আই সুমন চন্দ্রনাথ ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর থানার অন্তর্গত বিজিতলা বাজার হইতে সিএনজি বোঝাই কলা নিয়ে মোঃ মনির হোসেন (২৩) পিতা, বিল্লাল ভূঁইয়া, গ্রাম, ওসমান পল্লী , থানা মালাকছড়ি, জেলা, খাগড়াছড়ি, শ্রী লেজন ত্রিপুরা (২১) পিতা, ধীরেন্দ্র ত্রিপুরা গ্রাম,নাকাপা, থলিপাড়া, থানা, রামগড়, জেলা খাগড়াছড়ি, পালিয়ে যাওয়ার সময় খাগড়াছড়ি চট্টগ্রাম মহাসড়কের আলুটিলা যাত্রী ছাউনি নামক স্থান হইতে গ্রেফতার করেন।
জেলা পুলিশ যানান এই অভিযান চলমান থাকবে,আমরা খাগড়াছড়ি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত করবো,জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করবো।