মনির উদ্দিন মুন্না খাগড়াছড়ি প্রতিনিধিঃ-
খাগড়াছড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ অক্টোবর ২০২২মঙ্গলবার সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানানো হয়।
আলোচনা সভায় শেখ রাসেলের ছোট বেলার স্মৃতি চারণ করেন আওয়ামীলীগের নেতারা। তার আত্মার সুখ সমৃদ্ধির জন্য দোয়া করেন,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম কিশোর ত্রিপুরা,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত আসনে মহিলা এমপি বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, পাজেপ সদস্য শতরুপা চাকমা, শাহিনা আক্তার, খোকনেশ্বর ত্রিপুরা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সনজিত ত্রিপুরা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা,জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক চন্দন দে, উপ দপ্তর সম্পাদক ও সাংবাদিক নুরুল আজম, সদস্য শামীম চৌধুরী, আফতাব চৌধুরী,
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন, সদর উপজেলার সভাপতি দেলোয়ার হোসেন টিটু,কৃষক লীগের সভাপতি পিন্টু ভট্টাচার্য,শ্রমিকলীগের আহবায়ক জানু সিকদার, যুবমহিলালীগের সাবেক সাধারণ ও মহিলা আওয়ামীলীগের নেত্রী ফারজানা আজম, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুইচিং থুই মারমা,যুবমহিলা সভাপতি বিউটি রানি ত্রিপুরা, সাংগঠনিক বিউটি চৌধুরী, সাবেক ছাত্রলীগের সভাপতি ইকবাল বাহার, টিকো চাকমা সহ বিভিন্ন নেতৃবৃন্দ,
অপর দিকে খাগড়াছড়ি পার্বত্য জেলাপরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু নেতৃত্বে শেখ রাসেল দিবস পালিত হয়েছে, খাগড়াছড়ি জেলার সকল সরকারি বেসরকারি, শেখ রাসেল দিবস পালন করেছে।