মোঃ লোকমান হোসেন,খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় সশস্ত্র সংগঠন ইউপিডিএফ’র এক সংগঠক নিহতের ঘটনায়, একাধিক স্থানে বাস ও ট্রাকে আগুন লক্ষ্য লক্ষ্য টাকার ক্ষতি করেছে ইউপিডিএফ এর কর্মীরা।
আজ শুক্রবার দুপুরের পর খাগড়াছড়ি টু চট্টগ্রাম ও ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে,অন্য দিকে সাধারণ ব্যবসায়ীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো সহ ব্যবসায়ীরা সরকারের নিকট জানমালের নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।
স্থানীয় সূত্রে জানা যায়,খাগড়াছড়ি জেলার গুইমারা সশস্ত্র জঙ্গি সংগঠন ইউপিডিএফ’র এক সংগঠক নিহতের ঘটনায় হঠাৎ ঢাকা-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে যানবাহনে আগুন ধরিয়ে দিয়েছে ইউপিডিএফ এর কর্মীরা।
এসময় বাইল্যাছড়ির ব্রিজের উপর আগুন দিয়ে দুই পাশের রাস্তার গাড়ী অবরোধ করে, ইউপিডিএফ সন্ত্রাসীরা। ব্রীজের দুপাশে আটকা পড়ে শত শত গাড়ি।
এছাড়াও কয়েকটিস্থানে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে ইউপিডিএফ কর্মীরা বলেও জানা গেছে বিভিন্ন সূত্রে।
স্থানীয়দের মধ্যে একাধিক ব্যক্তি বলেন, এদের কাছে পাহাড়ের সাধারণ জনগণ জিম্মী হয়ে আছে। এদের বিচার কোনদিনই হবে না বড় সংগঠনের নেতারাও তাদের হাতের খেলার পুতুল বলেছেন অনেকেই।
গুইমারা থানা ওসি মোহাম্মদ রশিদ বলেন, ইউপিডিএফ কর্মী কর্তৃক গাড়ীতে আগুন দেওয়ার ঘটনা সত্য । তবে আমরা গিয়ে কাউকে পাইনি, (গুইমারা ব্রীজের কাছে) মালবাহী ট্রাক সামনের অংশ আগুনে পুড়ে গেছে এবং গাড়ী বর্তমানে থানায় আছে।
মোঃ লোকমান হোসেন খাগড়াছড়ি।
মোবাইল ০১৫৫০৬০৫১৪৪.
তারিখ ০২-০৯-২২ইং।