মনির উদ্দিন মুন্না খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ঃ-
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা,খাগড়াছড়ির ৬টি উপজেলায়
বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা করেছেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু।ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি অসুস্থ থাকায় তার পক্ষে বিভিন্ন উপজেলার পূজামণ্ডপে আর্থিক সহযোগিতা তুলেদেন মংসুইপ্রু চৌধুরী অপু,পরিদর্শনকালে মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, বর্তমান সরকার জনবান্ধব ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সরকার। তাই সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে একে অপরের ধর্ম পালন করতে হবে।এ উৎসবের মাধ্যমে পাহাড়ে অশুভ কর্মকাণ্ডকে পরিহার করে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় করতে হবে।পূজা পরিদর্শনে উপস্থিত ছিলেন-জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য কল্যান মিত্র বড়ুয়া,হিরণজয় ত্রিপুরা, মাইনুউদ্দিন,শুভমঙ্গল চাকমা,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম দিদার, উপ দপ্তর সম্পাদক ও সাংবাদিক নুরুল আজম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শওকত উল ইসলাম, শিল্প বিষয়ক সম্পাদক এসএ অন্তত বিকাশ ত্রিপুরা,ক্রিয়া সম্পাদক জুয়েল চাকমা,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাস,পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরী, সাবেক ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা সহ জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ।উল্লেখ ঃ-পঞ্জিকা অনুযায়ী শনিবার মহা ষষ্ঠীতে সকালে দুর্গা দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা, সন্ধ্যায় দেবীর বোধন। রোববার মহা সপ্তমীবিহিত পূজা, সোমবার মহা ষ্টমীবিহিত পূজা, মঙ্গলবার মহা নবমীবিহিত পূজা, বুধবার দশমীবিহিত পূজা সমাপন ও প্রতিমা বিসর্জন।