মোঃ আব্দুল সামাদ বিশ্বাস, খুলনা।
খুলনায় ট্রেনের ধাক্কায় পিকআপ হেলপার আফজাল হোসেনের (৬০) একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালক নুর শেখ (৪০) আহত হয়েছেন। সোমবার (৮ মে) ভোর ৪টার দিকে নগরীর গিলাতলা আফিল গেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। আহত চালক নুর শেখকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হেলপার গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার পাথরকাটা এলাকার জনৈক মুনসুর আলীর ছেলে।
খুলনা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোল্লা খবির আহমেদ বলেন, রকেট মেল চিলাহাটি থেকে ট্রেনটি খুলনার দিকে আসছিল। রাত ৪টার দিকে দুর্ঘটনা কবলিত পিকআপটি বাইপাস সড়কের ট্রেনলাইনের ওপর ছিল। খুলনাগামী ট্রেনটি ওই পিকআপকে ধাক্কা দেয়। পিকআপটিকে ট্রেনে অনেক দূরে নিয়ে যায়। চালক ও হেলপার পিকআপের মধ্যেই ছিল। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে হেলপার আফজাল হোসেন মারা যান। চালকও আহত হন। পরে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, চালক ও হেলপার তারা দুই ভাই।
তিনি আরও বলেন, ওই সময়ে ঘটনাস্থলে কোন গেট ম্যান ছিল না?। গেট ম্যানকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। ঘটনা ঘটার পর ওই স্থানের গেট ম্যান পালিয়ে যায়।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন খান বলেন, ভোর সোয়া ৪টার দিকে চিলাহাটি থেকে ট্রেনটি খুলনার দিকে আসাছিল। ওই সময়ে ট্রেন ক্রসিংয়ের গেটে কেউ ছিল না। না থাকার কারণে এ দুর্ঘটনাটি ঘটে। ট্রেন পিকআপটিকে অনেক দূর টেনে নিয়ে যায়। তবে পিকআপটি কোন দিকে যাচ্ছিল সেটি তিনি পরিস্কার করে কিছু বলতে পারেনি।