মোঃ মানছুর রহমান (জাহিদ),
ব্যুরো প্রধান, খুলনাঃ
খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা,খুলনার অফিসার ইনচার্জ মোহাম্মদ শওকত কবির এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ হাসানুজ্জামান সংগীয় অফিসার ও ফোর্সসহ জেলার ফুলতলা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে ১০ অক্টোবর (সোমবার) বেলা দুইটার সময় ফুলতলা থানাধীন ২নং দামোদর ইউনিয়নের মধ্য আলকা গ্রামস্থ সুপার ব্রিকস্ ইন্ডাস্ট্রিজ লিঃ এর প্রধান ফটকের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী,মোঃ রুবেল শেখ (২৩), পিতা- শাহাজাহান শেখ, সাং- নাগেরবাজার, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট, বর্তমান সাং-সিকিরহাট (গাড়াখোলা), থানা-ফুলতলা, জেলা-খুলনাকে আটক করে। জানা যায়, এসময় আসামীর হেফাজত হতে ২০(বিশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জেলা ডিবি পুলিশ খুলনা। উক্ত ঘটনায় মাদকদ্রব্য (ইয়াবা) উদ্ধারপূর্বক বেলা ০২.২০ টার সময় জব্দতালিকা মুলে জব্দ করে ডিবি। উপরোক্ত ঘটনায় আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে ফুলতলা থানায় মামলা হয়েছে।যার নং-১১, তারিখ- ১০/১০/২০২২ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) দায়ের। আরোও জানা যায়, আটক আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে উক্ত মামলাসহ মোট ০৩ টি মামলা রয়েছে।