মোঃ সফিয়ার রহমান,
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
সাবেক সদস্য খুলনা জেলা আওয়ামী লীগ,
সিনিয়রঃ সহ-সভাপতিঃ দাকোপ উপজেলা আওয়ামীলীগ।আসন্ন খুলনা জেলা পরিষদ নির্বাচন ১৭ সেপ্টেম্বর ২০২২ (১) ১/২/৩ , সংরক্ষিত মহিলা আসনে প্রচার প্রচারণায় এগিয়ে আছেন জয়ন্তি রানী সরকার , এবিষয় পাইকগাছা, কয়রা ও দাকোপ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বারদের সাথে আলাপ আলোচনয় জানা যায় যে।
(জয়ন্তী রানী সরকার) প্যানেল চেয়ারম্যান সংরক্ষিত সদস্য ১ পরিষদ খুলনা।
সাবেক সদস্য খুলনা জেলা আওয়ামী লীগ ।
সিনিয়রঃ সহ-সভাপতিঃ দাকোপ উপজেলা আওয়ামীলীগ।সহ-সভাপতিঃ খুলনা মহিলা আওয়ামী লীগ ।সহ-সভাপতিঃপানি অধিকার কমিটি খুলনা জেলা শাখা।নির্বাহি সদস্যঃ মানবাধিকার কমিটি খুলনা জেলা শাখা ।
নির্বাহী সদস্য ঃপুলিশিং কমিটি, খুলনা জেলা শাখা ।সাবেক সদস্য খুলনা জেলা আওয়ামী লীগ,সিনিয়রঃ সহ-সভাপতিঃগ্রহণ যোগ্যতা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের কাছে প্রাধান্য পেয়েছে, সেই সাথে বিগত দিনের,
সিনিয়রঃ সহ-সভাপতিঃ দাকোপ উপজেলা আওয়ামীলীগ।
থাকা কালীন তার
কাজের সুনাম রয়েছে , জয়ন্তি রানী সরকার ) কাছে নির্বাচনের বিষয় জানতে চাইলে তিনি বলেন আমি
দাকোপ উপজেলা আওয়ামীলীগ।সহ-সভাপতিঃ
থাকা কালীন কোনো অনিয়ম হতে দেয়নি , আমি বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারের দেওয়া আর্থিক সহযোগিতা দিয়েছি , আমি আমার জীবনে জনসাধারণকে আঁকড়ে ধরে তাদের সেবা করে বেঁচে থাকতে চাই,
তাই আমি সকল ভোটারদের কাছে তাদের মূল্যবান ভোটটা ~ হরিণ মার্কায় দিয়া পাশাপাশি সকল জনগণের কাছে দোয়া ও আশীর্বাদ চাচ্ছি যে >>>>> মহান সৃষ্টিকর্তার কৃপায় আমাকে নির্বাচিত করে সকলের অধিকার প্রতিষ্ঠিত রক্ষা করার তৌফিক দান করেন ।