মোঃ ইমরান হোসেন বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধিঃ
গতকাল বুধবার বিকাল ৪ টা বিএনপির দলিয় কার্যলয় আগামী ২২ অক্টোবর
খুলনা বিভাগীয় গন সমাবেশ সফল করার জন্য বটিয়াঘাটা উপজেলা যুবদলের প্রস্তুতি সভা লিফলেট বিতরণ করাহয়
আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাড়ান, স্বৈরাচারের গুলিতে শহীদ নূর-ই-আলম, আব্দুর রহিম শাওন প্রদান, শহিদুল ইসলাম শাওন, এবং আব্দুল আলীমের রক্ত ঋণ শোধের প্রত্যয়ে, গন তন্তের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি। চাল ডাল জ্বালানি তেল গ্যাস বিদ্যুৎ স্যার সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের দাম কমাতে হবে। নির্দলীয় সরকারের দাবি মানতে হবে।গুম খুন হত্যাকাণ্ড বন্ধ করতে হবে।শিক্ষাঙ্গনে সন্ত্রাস। উপজেলা যুবদলের আহবায়ক আবু বক্কর সিদ্দিকী নিরুর সভাপত্তিতে ও সদস্য সচিব বাহাদুর মুন্সী পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা যুব দলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ। সভায় শুভেচ্ছে বক্তব্য রাখেন আজমল হোসেন লিটন।বিশেষ অতিথি ছিলেন এম,এ,কাফি সখা, মোঃ জাবির আলী,অহিদুজ্জামান সোহাগ,মাশকুর রহমান ফ্রান্স,জাহিদুর রহমান শোভন,মুস্তাফিজুর রহমান,মেজবাউল আলোম শুভো,কিমিয়া শাহাদাৎ,জি এম মুরাদ,মোঃ শাহাজালাল,রাজু আহম্মেদ,ইলিয়াজ হোসেন নয়ন,মোঃ রুবেল প্রমুখ।