মোঃ আব্দুল সামাদ বিশ্বাস
হত্যাকাণ্ডের ২৪ ঘন্টার অধিক সময় পার হলেও পলাশ হত্যাকান্ডে জড়িত কাউকে আটক করতে এখনো পারেনি পুলিশ। শুক্রবার গভীর রাতে নিহতের মা বাদী হয়ে (২৬) জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ে করেন। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
খুলনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নিমাই চন্দ্র কুন্ডু বলেন, টুটপাড়ার একটি পক্ষের সাথে পলাশের দীর্ঘদিনের বিরোধ ছিল। বৃহস্পতিবার দুপুরে পলাশ রূপসা বাজারে মাছ বিক্রি করে বাসায় ফিরছিলেন। টুটপাড়া তালতলা ক্রসরোড পৌঁছালে প্রতিপক্ষ ওই গ্রুপের লোকজন ধাওয়া দেয়। প্রাণ ভয়ে রিক্সা থেকে লাফ দিয়ে পলাশ জনৈক দারা সাহেবের বিলের দিকে দৌড় দেয়। দুর্বৃত্তরা তার পিছু নেয়। পরে তাকে ধরে এলোপাতাড়ি কোপাতে থাকে। এক পর্যায়ে পলাশ মাটিতে লুটিয়ে পড়লে তাকে ফেলে রেখে ওই দুর্বৃত্তরা চলে যায়। এর আগে পলাশের সাথে থাকা অপর যুবক সৌরভকে কুপিয়ে জখম করে। এলাকাবাসি তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কতর্বরত চিকিৎসক তাকে মৃত: ঘোষণা করেন।
নিহতের দাফন শেষে রাতে পলাশের মা বাদী হয়ে (২৬ জনের) নাম উল্লেখসহ অজ্ঞত আরও (২০ জনের) বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। যার নং ৩। মামলার এজাহারে হত্যাকান্ডের কারণ হিসেবে পূর্ব শত্রুতা উল্লেখ করা হয়েছে। আসামি ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে সদর থানা পুলিশ জানিয়েছে।