মোঃ নাহিদ হাসান নয়ন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসারটিয়া গ্রামে গোয়াল ঘর থেকে গরু চুরি করে নিয়ে যাবার সময় চোরকে বাধা দেওয়া কারণে পিকআপ চাপায় গৃহবধূকে হত্যার ঘটনা ঘটে। তখন হট্টগোল সৃষ্টি হলে আমজনতা এলাকায় সন্দেহজন চোর আমির চানকে পুলিশের হাতে তুলে দেয়।
মঙ্গলবার ভোর চারটায় এই ঘটনা ঘটে। এই ঘটনা নিহত হন সেলিনা বেগম (৪২) আমির হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোর রাতে একটি চক্র আমির হোসেনের বাড়িতে গরু চুরি করতে যান। তখন দুটি গরু নিয়ে পিকআপ ভ্যান যাবার সময় গৃহবধূ সেলিনা গাড়ির সামনে গিয়ে বাধা দিয়ে চিৎকার দেন। তখন চোররা তাকে মারধর করে এবং গাড়ি চাপা দিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে।
এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে গরুচোর ও গরু গাড়িতে রেখে পালিয়ে যান। এ সময় সন্দেহভাজন হিসাবে আমি চানকে আটক করে স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন মুজিব হসপিটালে প্রেরণ করেন। এরপর সন্দেহভাজন চোর আমি চাঁদকে আটক ও পিকআপ সহ গরু থানায় নিয়ে যান পুলিশ।
এই ঘটনার দ্রুত তদন্ত ও জড়িতদের আটক করা হবে বলে জানিয়েছে পুলিশ।