মোঃ হানিফ মাদবর স্টাফ রিপোর্টারঃ
গাজীপুর এর কাপাসিয়া থানাদিন তিন নং টোক ইউনিয়ন ৫ নং ওয়াড এর বাসিন্দা মোঃ মফিজ উদ্দিনকে হত্যা করা হয়েছে। প্রতাক্ষ দোষিদের কাছে জিজ্ঞেস করলে তার বলেন, যে নিম্ন বণিত লোকজন, মুকবুল হোসেন (২৫),নূর হোসেন রনি (৩৫)।
নবী হোসেন (৪৬),মাসুদা বেগম (২৮),জরনা বেগম (৫২),নূর আমিন (৪০),আলাল মুনসী সহ (৬৭) অজ্ঞাত নামা আরো ৭ জন মফিজ উদ্দিনের উপর হামলা করে। মজিদ উদ্দিনকে এলোপাথাড়ি, মারপিট করে, তাদের সর্বসং সুলতানপুর থানা কাপাসিয়া জেলা গাজীপুর।
উপরুক্ত দোষীগন জমি সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে দির্ঘদিন যাবৎ মৃত মফিজ উদ্দিন এর পরিবারের সাথে শত্রুতা পোষন করিয়া আসতাছে এর জেরে মফিজ উদ্দিনকে হত্যা করেছে । মৃত মফিজ উদ্দিন এর পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত ও বিচার এর দাবি করছে। আসামিদের উপযুক্ত শাস্তি কামনা করছি। উক্ত বিষয় নিয়ে থানার মধ্যে অভিযোগ করা হয়েছে ।