চীফ রিপোর্টারঃ
গাজীপুরের জয়দেবপুরে ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ২৪ বোতল স্কাফ সিরাপ উদ্ধারসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো নেত্রকোনা জেলার কমলা কান্দা থানার হারিনাকুড়ী গ্রামের বাবুল মিয়ার ছেলে মোঃ মানিক মিয়া (১৯), একই এলাকার চাঁন মিয়ার ছেলে হাদিস মিয়া (২৪)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৪৮ হাজার টাকা।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক খালেকুজ্জামান জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার সংলগ্ন স্কুল রোডে কিছু মাদক কারবারি ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করছে। এরূপ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করি। তাদের কাছে থাকা বিক্রয়ের উদ্দেশ্য আনা ২৪ বোতল ফেন্সিডিলের সাথে সাদৃশ্য ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ফেন্সিডিলের বিকল্প স্কাফ সিরাপ মাদক দ্রব্য উদ্ধার করি।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন জানান, এ সংক্রান্তে অত্র থানায় আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়। অদ্য দুপুরে আসামীদ্বয়কে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।