আবু হাসানঃ
গত বৃহস্পতিবার রাত দশটার দিকে গাজীপুর সদর উপজেলা রথখোলা পূজা মন্ডপ অনুষ্ঠান চলাকালীন সময়ে নেতাকর্মীদের নিয়ে প্রবেশ করেন মোস্তাক আহমেদ কাজল।পরে ছাত্রলীগের সাবেক সভাপতি এরশাদ সহ তার লোকজন নিয়ে প্রথমে গোলাগুলি এবং পরে এলোপাথাড়ি কুপিয়ে কাজল সহ ৬ জনকে জখম করে।পরে এলাকাবাসী ঘটনা স্থল থেকে তাদেরকে উদ্ধার করে গাজীপুর সদর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে গাজীপুর মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা গাজীপুর সদর, রথখোলা টঙ্গী, বোর্ড বাজার সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করে।বিক্ষোভ সমাবেশে বক্তব্যে গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান বাবু বলেন,গাজীপুর মহানগর ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ কাজল এর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে সন্ত্রাসীদের ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।