গাজীপুরে জুমার নামাজে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদরাসার ছাত্র এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে গাছা থানাধীন উত্তর খাইলকৈরের টিনের মসজিদ মোড় এলাকায় শহীদ সিদ্দিক (সুলতান মেডিক্যালগামী) সড়কে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো: সফিউল্লাহ সাদ (৮)। সে নেত্রকোণার দূর্গাপুর থানার শান্তিপুর এলাকার মাওলানা আব্দুল হামিদের ছেলে এবং গাজীপুর মহানগরীর মারকাজুত তাকওয়া আল ইসলামিয়া মাদরাসার নাজরা বিভাগের প্রথম শ্রেণির ছাত্র। আটক ট্রাকচালক আব্দুল আলিম (৪৫) বগুড়ার আদমদিঘী থানাধীন ধামাইল এলাকার ইব্রাহিম আলীর ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার এসআই জহিরুল ইসলাম ভুঁইয়া জানান, গাজীপুর মহানগরীর গাছা থানাধীন উত্তর খাইলকৈর এলাকার বাদল মিয়ার বাড়িতে পরিবারের সাথে ভাড়া বাসায় থেকে স্থানীয় মাদরাসায় লেখাপড়া করত সফিউল্লাহ সাদ। শুক্রবার দুপুরে জুমার নামাজ পড়তে মসজিদে যাচ্ছিল সে। পথে উত্তর খাইলকৈরের টিনের মসজিদ মোড় এলাকায় পৌঁছলে দ্রুত গতির একটি ট্রাকের চাকায় পিষ্ট হয় সাদ। এতে ঘটনাস্থলেই নিহত হয় সে।
তিনি আরো বলেন, স্থানীয়রা চালকসহ ঘাতক ট্রাকটি আটক করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।