চীফ রিপোর্টারঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্বিতীয় পর্বে গরীব, দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি)। রোববার (১৬ এপ্রিল) বিকালে গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় গাজীপুর সদর উপজেলার ভবানীপুর মুক্তি যোদ্ধা কলেজ মাঠে ভাওয়ালগড় ইউনিয়নের পাঁচশত, গরীব, দুঃস্থ ও অসহায়দের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইফতার বিতরণী অনুষ্ঠানে, গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রফিকুল ইসলাম পিবিজিএম, পিএসসি, পদাতিক- প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) এর উপ-অধিনায়ক মেজর সাফায়াত আহাম্মদ সুমন, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোঃ মুয়াজ সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।