বৃহস্পতিবার , ৬ অক্টোবর ২০২২ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অভিযান
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আগুন দুর্ঘটনা
  7. আটক
  8. আত্মহত্যা
  9. আন্তর্জাতিক
  10. আরো
  11. আলোচনা সভা
  12. ইসলামিক
  13. উদ্ধার
  14. কবিতা
  15. কমিটি গঠন

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়েও প্রসূতিসেবায় প্রতিষ্ঠানটি বেসরকারি ক্লিনিক এর চেয়ে ভালো সেবা দিচ্ছে ডেলিভারি ২৮৫ সিজার ৭৫

প্রতিবেদক
ঢাকার টাইম
অক্টোবর ৬, ২০২২ ৪:৪৬ পূর্বাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাসপাতাল স্বাস্থ্য খাতে ইতিবাচক সাফল্য এনেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জাফরিন জাহেদ জিতি।ডাঃ জাহেত জিতি জানান, গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগস্ট – সেপ্টেম্বর মাসে স্বাভাবিক প্রসব হয়েছে ২৮৫ টি এবং সিজারিয়ান ডেলিভারি হয়েছে ৭৫ টি। দুইমাসে মোট ডেলিভারি ৩৬০টি। তার মানে মাসে গড়ে আমরা ১৮০ টি গর্ভবতীকে ডেলিভারি সেবা দিতে পারছি। যে কোন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্যে এটি নিঃসন্দেহে গর্বের বিষয়। কিন্তু পেছনের গল্পটা একটু অন্যরকম। ডি এস এফ কার্যক্রম চালু থাকার কারণে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পূর্বে বিভিন্ন সময় জাতীয়ভাবে পুরস্কৃত হলেও ১০০ শয্যার কাজ শুরু হওয়ার কারণে হাসপাতালের একটা বড় অংশ ভেঙ্গে ফেলায় ও গাইনি, সার্জারি এবং অ্যানেসথেসিয়া কনসালটেন্টদের বদলিজনিত কারণে হঠাৎই হাসপাতাল ডেলিভারি মারাত্নকভাবে হ্রাস পায়।

এমতাবস্থায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জাফরিন জাহেদ জিতির উদ্যোগে গাইনি ও অ্যানেসথেসিয়া কনসালটেন্ট এর পদায়ন হয়। গাইনি কনসালটেন্ট পদায়ন জটিলতায় স্বাস্থ্য অধিদপ্তরের পার -২ অধিশাখার সহকারি পরিচালক জনাব ডা. রওশন জাহান আক্তার আলো নি:স্বার্থ সহায়তা করেন। এরপর শুরু হয় রোগী বাড়ানোর চেষ্টা। সিজার বন্ধ থাকায় নরমাল ডেলিভারিও কমে গিয়েছিল। নরমাল ডেলিভারি রুমের জন্য UNFPA ও ICDDRB এর সহায়তায় কিছু পর্দা, বিন ও জুতার আলমারি পাওয়া যায়। স্টোর থেকে বের হয় স্বাভাবিক প্রসবের জন্য ব্যায়াম করানোর একটা বল আর একটা চেয়ার।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুমটি রং করে নিচে ম্যাট এর ব্যবস্থা করেন। স্টোর থেকে খুঁজে খুঁজে প্রতিটি প্রয়োজনীয় জিনিসের প্রাপ্তি নিশ্চিত করা হয়। প্রতিটি অচল জিনিস সচল করা হয়। বাক্সবন্দী অটোক্লেভ মেশিন বের করা হয়। জীবনরক্ষাকারী অক্সিটোসিন রাখার জন্য ফ্রিজ এর ব্যবস্হা করা হয়। স্বাভাবিক প্রসবের জন্য ব্যায়াম করানোর জন্য ফোম আর রেক্সিন দিয়ে আলাদা ব্যবস্থা করা হয়। নরমাল ডেলিভারির বেড মাত্র একটা থাকায় প্রসবকালীন রোগীর আরামের জন্য লোকাল প্রযুক্তিতে ফোম আর রেক্সিন দিয়ে স্টীলের একটা বেডকে ডেলিভারি বেড এ রূপান্তর করা হয়। গাইনী কনসালটেন্ট ডা. ফাহমিদা নীলা নির্দেশনায় ও ইউ এইচ এফ পি ও মহোদয়ের আন্তরিক সহযোগিতায় রোগী যাতে যে কোন পজিশনে ডেলিভারি করতে পারে সেজন্য কাঠের একটি চেয়ারকে সাইকেলের টায়ার কেটে পাম্প করে ফোমের ভেতর ঢুকিয়ে রেক্সিন দিয়ে পেঁচিয়ে বার্থ চেয়ার বানানো হয়।বাংলাদেশে একমাত্র গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সেই এখন এভাবে ব্যায়াম ও অন্যান্য উপায়ে নরমাল ডেলিভারির ট্রায়াল করে তারপর সিজারিয়ান সেকশন করা হয়। স্টোর থেকে বেড, বেড সাইড টেবিল এনে সমাজসেবা অধিদপ্তর এর সহযোগিতায় ফ্যান লাগিয়ে চালু করা হয় পোস্ট অপারেটিভ ওয়ার্ড। অনেক দিনের পড়ে থেকে অচল হয়ে থাকা ফটোথেরাপি মেশিন লোকাল প্রযুক্তিতে সচল করা হয়।চালু হয় কে এম সি কর্ণার।ওটির সকল অচল যন্ত্র সচল করা হয়।

তিনি আরও জানান, সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে নিয়ে আসা হয় জেনারেল অ্যানেসথেসিয়া মেশিন। এক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয়কে সার্বিক সহযোগিতা করেন স্বাস্হ্য অধিদপ্তরের UHC ও পি এর প্রোগ্রাম ম্যানেজার ডা. হাসিবুর রহমান ভুইয়া গাইবান্ধা জেলার সিভিল সার্জন ডা.আ ম আখতারুজ্জামান সুন্দরগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয় ও জুনিয়র কনসালটেন্ট অ্যানেসথেসিয়া ডা. রেদওয়ানুল ইসলাম মহোদয়। উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার উদ্যোগে চালু করা হয় দুটি হট লাইন নাম্বার। প্রসূতি রোগীদের গর্ভকালীন চেক আপের সময় ফোন নাম্বার রেখে দেয়া হয় ও রোগীর ৩৫ সপ্তাহে তাদের ফোন করে ডেলিভারির জন্য হাসপাতালে আসতে বলা হয়।মাঠকর্মীদের মাধ্যমে চালু করা হয়েছে বিশেষ রেফারাল সিস্টেম। দালাল যাতে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগী সরাতে না পারে তাই মিডওয়াইফদের সাথে প্রসূতি রোগীর সরাসরি যোগাযোগের জন্য চালু করা হয়েছে প্রসূতিসেবা হটলাইন। UNFPA এর সহায়তায় ৬ জন ওয়েলকাম পারসন আর ২ জন ক্লিনার সেবা দিয়ে যাচ্ছে গর্ভবতী রোগীদের সহায়ক হিসেবে। এভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়েও প্রসূতিসেবায় এ প্রতিষ্ঠানটি গোবিন্দগঞ্জ এর যে কোন বেসরকারি ক্লিনিক এর চেয়ে ভালো সেবা দিচ্ছে।

সরকারি হাসপাতালে আসুন, সেবা নিন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

বিএনপি প্রত্যাখান করল স্থানীয় সরকার উপ-নির্বাচনের ফলাফল

শান্তাহারে নোমান ট্রাভেল এজেন্সিতে হামলা ও লুটপাটের পর জোর করে বন্ধ রাখার অভিযোগ

সিরাজগঞ্জের ভাইরাল খুদে শিল্পী সুমন আর নেই ।

তানোরে মডেল মসজিদের শুভ উদ্বোধনে জনমনে বিতর্ক!

তানোরে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ

সাবেক সংসদ সদস্য ডাঃ মহিউদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ডাবলু সরকার

নবীগঞ্জের কুর্শি ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মজিদের শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সিরাজগঞ্জ জেলা কমিটি গঠন উপলক্ষে চা চক্র ও আলোচনা সভা

নারায়ণগঞ্জ জেলা সমিতির ত্রি-বার্ষিক কমিটি গঠন

প্রয়াত আলহাজ্ব এ্যাডঃ রহমত আলী এমপি ৭৮ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

%d bloggers like this:

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট