মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের মালিগ্রাম ফ্লাইওভারে শনিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্স রেলিং এ ধাক্কা খায়। এ সময় গ্যাস চালিত অ্যাম্বুলেন্সটির চতুর্দিক থেকে আগুন ধরে যায়।
অ্যাম্বুলেন্সটির চালক মৃদুল লাফ দিয়ে বেরিয়ে পড়তে পারলেও ভেতরে থাকা ২ শিশু , ৩ মহিলা সহ ২ জন পুরুষ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ এনে অ্যাম্বুলেন্সটির ভিতর থেকে সাত জনের কঙ্কাল বের করে।
পুলিশের সূত্রে জানা যায়,, বর্ণিত দুর্ঘটনায় একজন সেনা সদস্যের আইডি কার্ডের ফটোকপি পাওয়া যায়। যাহার সেনা নং-১২২৬৫৯৮, পদবী -কর্পোরাল মাহমুদ হাসান, ইউনিট- ৫৭ এডি রেজিমেন্ট আর্টিলারি, উল্লেখ্য যে,বর্ণিত কর্পোরাল বর্তমান সার্জেন্ট পদবীতে রাজেন্দ্রপুর সেনানিবাসে কর্মরত আছেন।
একই পরিবারের সাত সদস্য নিহত হলেন,,-ফরিদপুর আলফাডাঙ্গা, জেলা কুচিয়া উপজেলা কুচিয়া গ্রামের,এর স্ত্রী-মোছাম্মৎ বিউটি বেগম ( ৩২), ছেলে-মোস্তাফিজুর রহমান রিফাত( ১১),শাশুড়ি-তাসলিমা বেগম (৫০) স্ত্রীর বড় বোন-মোসাম্মৎ নাসরিন বেগম ( ৩৮), বড় বোনের ছেলে-।মো:আরিফ হোসেন (১৩), মোঃ হাসিব হোসেন (৮), মেয়ে-মোছা: রাফসানা খাতুন সহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
উল্লেখ যে, বর্ণিত সেনা সদস্যের শাশুড়ি ঢাকা ইসলামিয়া হাসপাতালে হার্টের সমস্যা জনিত কারণে চিকিৎসা শেষে ঢাকা হতে অ্যাম্বুলেন্স যুগে ফরিদপুরে নিজ বাড়িতে ফেরার পথে ভাঙ্গা মালিগ্রাম এলাকায় ঢাকা মহাসড়কে উক্ত দুর্ঘটনাটি ঘটে।