মনিরুল ইসলাম (মনির)
পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতাঃ
রংপুর পীরগঞ্জ উপজেলার ৭নং বড় আলমপুর ইউপি’র পাটগ্রামে ১০দিন ব্যাপি গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ ১ম ধাপে অত্র ইউনিয়নের পুরুষ ও মহিলা ৬৪জন প্রশিক্ষণ নেন।
উক্ত গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,
পীরগঞ্জ উপজেলার আনসার ভিডিপির কর্মকর্তা – জনাব মোছাঃ খাদিজা খাতুন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন-পীরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জনাব বিরোদা রানী রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ হাফিজুর রহমান (সেলিম)।
গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ শুরু হয় ০৪-০৯-২০২২ইং হতে আজ ১৫-০৯-২২ইং পর্যন্ত,
আনসার ভিডিপির দায়িত্ব ও কর্তব্য,
★জননিরাপত্তা মুলক কাজে সরকারকে সহায়তা করা,
★দেশের যে-কোন দুর্যোগ মোকাবেলায় অংশ গ্রহণ করা।
★আইনশৃঙ্খলা রক্ষার্থে দেশের সেনাবাহিনী পুলিশ-বিজিবিকে সাহায্য করা,
★মাদক- জঙ্গিবাদ বাল্যবিবাহ প্রতিরোধ করা,ইত্যাদি,
উক্ত সমাপনী অনুষ্ঠানে অত্র ইউনিয়নের চেয়ারম্যান সাহেব বলেন–এই ইউনিয়ন পীরগঞ্জ উপজেলার মধ্যে গরিব অবহেলিত একটি ইউনিয়ন,
আপনারা এই ১০দিনে যা শিক্ষা নিয়েছেন তা পরিবার, সমাজ, ইউনিয়ন রক্ষার্থে বিশেষ ভুমিকা পালন করবেন।
তিনি আরো বলেন বিশেষ করে ইউনিয়নে কয়েকটি এলাকায় মাদক সেবন কারি ও জুয়া খেলা বাল্যবিবাহ থেকে শুরু করে বিভিন্ন অনৈতিক কার্যকলাপ সংখ্যা বেশি, তাই আমি বলবো ভিডিপির প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য /সদস্যাগণ বড় আলমপুর ইউনিয়নে গ্রাম মহল্লায় বাল্যবিবাহ প্রতিরোধ থেকে শুরু করে চোরাকারবারি ও জুয়া খেলা ইত্যাদি কাজে বাধা প্রধান করবেন,
চেয়ারম্যান সাহেব আরও বলেন এতে যদি আপনার আমার কোনো সমস্যা সহযোগিতা লাগে আমি প্রশাসনের সাথে যোগাযোগ করে তাৎক্ষণিক সমাধান করার চেষ্টা করবো,
এছাড়াও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক মোঃ মুক্তার মিয়া,
ইউনিয়নের আনসার ভিডিপির কমান্ডার মোঃ রাজা মিয়া,ইউনিয়নের দলনেত্রী মোঃ শহিদুল ইসলাম ও মোঃ রমজান আলী সহ আনসার ভিডিপির সদস্য/ সদস্যাগণ প্রমূখ।
সর্বশেষ গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন প্রশিক্ষণ ১ম ধাপে পুরুষ ও মহিলা ৬৪জনকে সার্টিফিকেট সহ নগদ অর্থ প্রদান করা হয়।