রিপন কান্তি গুণ, বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি;
সারা দেশের ন্যায় আজ ১৭ অক্টোবর নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে নেত্রকোনা বারহাট্টা ৫ নং ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচন সকল ভোটারদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠি হয়েছে।
বারহাট্টা সি.কে.পি. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে বিরতিহীন ভাবে সারা
দেশের ন্যায় আজ ( ১৭ অক্টোবর) সকাল ৯টা হতে নির্বাচন শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকাল ২টা পর্যন্ত।
নেত্রকোনার বারহাট্টা (৫ নং ওয়ার্ড) সদস্য পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মো: লুৎফুর রহমান চঞ্চল (হাতি) প্রতীক এবং অপর প্রার্থী মোঃ আশরাফুজ্জামান নয়ন ফকির (তালা) প্রতীক নিয়ে। আজকের প্রতিদ্বন্ধতা পূর্ণ নির্বাচনে মাত্র (২) দুই ভোটের ব্যবধানে মো: লুৎফুর রহমান চঞ্চল (হাতি) প্রতীক নিয়ে বিজয়ী হন।
জানা গেছে, নেত্রকোণা জেলা পরিষদের ৫নং ওয়ার্ড বারহাট্টা উপজেলা। এই উপজেলার ৭ টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে ৫নং ওয়ার্ড। এই আসনে ভোটার রয়েছেন ৯৪ জন। এবার ভোট গ্রহন অনুষ্ঠিত হয় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে।
কোনোরকম অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এবং ভোট সুষ্ঠু ও শান্তিপুর্ণ পরিবেশে সম্পন্ন করতে পুলিশ সদস্যদের পাশাপাশি নিয়োজিত ছিলেন বারহাট্টা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ জেলা থেকে আগত প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ।
বিজয়ী প্রার্থী মোহাম্মদ লুৎফর রহমান চঞ্চল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ভোটারা আমাকে ভালবেসে নির্বাচিত করেছেন, তাই আমার পক্ষ থেকে তাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
আমি সবসময় তাদের বিপদে-আপদে পাশে খেকে এলাকার অসহায়, ক্ষুধার্ত, নিঃস্ব মানুষদের সেবায় নিয়জিত থাকবো। এবং মানুষের পাশে থেকে সর্বাত্মক সহযোগীতা করবো।
তিনি আরও বলেন, আমি আমার নির্বাচনী এলাকার মানুষের সেবা করার প্রতিজ্ঞা নিয়ে নির্বাচনে নেমেছিলাম। আমার স্বপ্ন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাওয়া। আমি আজ নির্বাচনে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছি। আমার স্বপ্ন জননেত্রী শেখ হাসিনার একজন সাধারণ কর্মী হিসেবে আমার এলাকার উন্নয়নের অংশীদার হতে চাই।