জাহিদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
৪ আগস্ট শুক্রবার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালনের নিমিত্তে ৪ আগস্ট শুক্রবার বিকাল ৫ টার সময় স্হানীয় চাষী ক্লাব মাঠে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় । ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ আবুল হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রস্তুতি সভায় ইউনিয়ন আওয়ামী লীগ,আওয়ামী যুবলীগ ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্হিত ছিলেন।
উক্ত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বুলবুল কবির, সহ-সভাপতি মহিউদ্দিন মহি, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক, ইউপি আওয়ামী যুবলীগের সভাপতি মশফের আলী, সাধারণ সম্পাদক কারিবুল ইসলাম রনি, ৩ নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ এনামুল হক প্রমুখ।
সভা শেষে বক্তারা পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা সঞ্জয় কুমার প্রামানিক’র ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এজাহারে উল্লেখিত আসামীদের দ্রুত গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন, সেইসাথে ভেড়ামারার আইন শৃঙ্খলা পরিস্হিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন কিশোর গ্যাং,স্যুটার গ্যাং এর দৌরাত্ম হ্রাস করে দ্রুত আইন শৃঙ্খলা পরিস্হিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকরী ভূমিকা পালনের জন্য আহবান জানানো হয়।।