ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ঊদ্যোগে পতাকা উত্তোলন, র্যালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন কর্মসূচির আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগ অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ এমপি, সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী ইসলাম জেসি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. গোলাম রাব্বানী, দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা খাতুন পারুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ, জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়ামিন সুলতানা রুমা, জেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি জিয়াউর রহমান তোতাসহ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।