ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্তঃনগর ট্রেন পদ্মা ও ধুমকেতু’র সংযোগ হিসেবে কমিউটার ট্রেনসহ ৫ জোড়া ট্রেন চালুর দাবীতে মানববন্ধনে নানান কর্মসূচী অব্যাহত রয়েছে। এছাড়া বনলতা ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি এবং রেল স্টেশনের উন্নয়নের দাবী জানিয়েছে স্থানীয় জাসদের নেতৃবৃন্দ।
গতকাল শনিবার বেলা ১১টায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ চাঁপাইনবাবগঞ্জ সদর ও পৌর শাখার আয়োজনে রেলষ্টেশনে এ মানববন্ধন কর্মসূচী পালন করে। আধা ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা জাসদের সহ-সভাপতি আব্দুল হামিদ রুনু, সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মনির, যুগ্ম সম্পাদক আবু হেনা বাবলু, জাসদ নেতা হেলাল উদ্দিন, কর্ণেল তাহের সংসদের জেলা সভাপতি নিয়ামুল হক, জেলা যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল মজিদ প্রমুখ।
বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে কমিউটার ট্রেনগুলো এখনো বন্ধ রাখা হয়েছে। বিভিন্ন অজুহতে দেখিয়ে এ ট্রেনগুলো চালু না করার ফন্দিফিকির চালাচ্ছে রেলের কিছু স্বার্থান্বেষী কর্মকর্তা। তারা সরকারের উন্নয়ন চায় না বলে এ অঞ্চলের মানুষকে পেছনে ফেলে দিচ্ছে। রেলকর্তৃপক্ষ এ জেলাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। বক্তারা আরো বলেন, কাদের ইশারায় এ ট্রেনগুলো সচল করা হচ্ছে না।
চাঁপাইনবাবগঞ্জকে রেলশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে এ ট্রেনগুলো বন্ধ রাখা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষের কাছে ট্রেন চালুর দাবি জানিয়েও কোনো সুরাহা পাওয়া যায়নি। তাই রেলমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন নেতৃবৃন্দ। আর দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। পরে, বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের মাধ্যমে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।