ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ
মেয়াদোত্তীর্ণ হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।নতুন জেলা কমিটিতে আগের কমিটির সাধারণ সম্পাদক ডা. সাঈফ জামান আনন্দকে সভাপতি ও আসিকুজামানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়াও একই সঙ্গে মোঃ ইউসুফ আলী, মোঃ সাব্বির হোসেন ও শফিউল ইসলাম স্বজনকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে।
আগামী এক বছরের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার ( ৭নভেম্বর) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এদিকে নবনির্বাচিত জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধিকে জানান দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।