ইমাম হাসান জুয়েল,চাঁপাইনবাবগঞ্জঃ
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ২২ নভেম্বর ২০২২ ইং তারিখ সকাল ০৯:৩০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন আইন্দাপুকুর নওদা পাড়াস্থ মোঃ রফিকুল ইসলাম পিতা-মৃত সলেমান এর বসত বাড়ীতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চোলাই মদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১৩৫০ লিটার চোলাইমদ, মদ রাখা প্লাস্টিকের ড্রাম- ৫টি, এবং স্টিলের হাড়ি-৩টি সহ আসামী মোঃ সহিদুল ইসলাম (৩৬), পিতা-মোঃ আবুল হোসেন, সাং-সরকারপাড়া, মোছাঃ অজনুর বেগম (৩৫), স্বামী-মোঃ রফিকুল ইসলাম, সাং-আইন্দাপুকুর নওদা পাড়া, উভয় থান-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে গ্রেফতার করে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনববাগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন ।