ইমাম হাসান জুয়েল,চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনামসজিদ ও চকপাড়া সীমান্তে অভিযান চালিয়ে হেরোইন, বিদেশী মদ ও ফেন্সিডিল উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা।
রহনপুর ৫৯বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ১৪ নভেম্বর আনুমানিক রাত ১টার দিকে অত্র ব্যাটালিয়নের অধিনস্থ সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/৪-এস হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে তোহাখানা এলাকায় অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি এর নেতেৃত্বে ১০ জন বিজিবি সদস্য, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), শিবগঞ্জ এবং ৩ জন আনসার সদস্য এর সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দল অভিযান পরিচালনা করেন। অভিযানে মালিকবিহীন ১ কেজি ৪৫০ গ্রাম হেরোইন, ১৪ বোতল বিদেশী মদ এবং ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। উদ্ধার হওয়া হেরোইন, বিদেশী মদ এবং ফেন্সিডিল এর সিজার মূল্য-২৯ লক্ষ ৩১ হাজার টাকা। এছাড়া, ১৩ নভেম্বর রাত পৌনে ১০টার দিকে চকপাড়া বিওপির নায়েক মোঃ আব্দুল বারিক এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৩/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নামোচকপাড়ায় অভিযান চালিয়ে মালিকবিহীন ২৫ বোতল বিদেশী মদ উদ্ধার করে। যার মূল্য-৩৭ হাজার ৫’শ টাকা। উদ্ধার হওয়া হেরোইন, বিদেশী মদ এবং ফেন্সিডিল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন করা হয়েছে।