মোঃসৌরভ শেখ,স্টাফ রিপোর্টারঃ
আজ ১৫ নভেম্বর বাগেরহাটের চিতলমারী থানাধীন চরচিংগড়ি গ্রামের মোঃ জাহাঙ্গীর শেখ(৭০) নামে এক সত্তরোর্ধ বৃদ্ধকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে অ্যালেক্স মানব কল্যান যুব সংঘ। এ সময় উপস্থিত ছিলেন অ্যালেক্স মানব কল্যান যুব সংঘের চিতলমারী শাখার সাংগঠনিক সম্পাদক জনাব আক্তারুজ্জামান, কোষাধ্যক্ষ গোবিন্দ রায়, অ্যালেক্স বড়বাড়িয়া ইউনিয়ন শাখা কমিটির সভাপতি তাইজুল ইসলাম এবং অ্যালেক্স কেন্দ্রীয় শাখার আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মাসুম শেখ। সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখা যায়, অত্যন্ত জীর্ণ, শীর্ণ পরিবেশে দুটো অসুস্থ ছেলেকে নিয়ে বসে আছেন বৃদ্ধ জাহাঙ্গীর শেখ(৭০)। ঘরে নেই কোন খাবার তাই জ্বলছেনা চুলো। কোনমতে পলিথিন আর মাছ ধরা পুরাতন জাল দিয়ে নিবৃত্ত করার চেষ্টা করা বসত ঘরের লজ্জা। নেই কোন বিদ্যুৎ সংযোগ। স্যাঁত-সেঁতে মেঝে আর আবছা অন্ধকারে মিলিয়ে গেছে মায়ের ক্লান্তিভরা চোখ। চার সদস্যের পরিবারের একমাত্র আলো বড় ছেলের মাসিক ২৫০০ টাকা পঙ্গু ভাতা। এ সম্পর্কে আরো জানতে চাওয়া হলে সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তারুজ্জামান আমাদেরকে বলেন, “বৃদ্ধ জাহাঙ্গীর শেখ দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট রোগে ভুগছেন; কোন কাজ-কর্ম করতে পারেননা। মানুষের কাছে হাত পেতে চালাতে হয় তাঁর সংসার। তার দুইটি ছেলে সন্তান আছে কিন্তু দুইজনই প্রতিবন্ধী। বড় ছেলে জন্ম থেকেই শারিরীক প্রতিবন্ধী; দুটো পা ই বিকল। আর ছোট ছেলে মানসিক প্রতিবন্ধী; তাকে ঘরে বেধে রেখে পালন করতে হয় বৃদ্ধ জাহাঙ্গীর শেখের স্ত্রীকে। আমরা খবর পেয়ে তাকে দেখতে এসে কিছু নগদ টাকা প্রদান করেছি। ভবিষ্যতে এ দানের ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ” টাকা পেয়ে জাহাঙ্গীর শেখ অশ্রুসিক্ত চোখে বলেন, এই টাকাটা পেয়ে আমার অনেক উপকার হল। তোমাদের জন্য দোয়া করি যেন এভাবে তোমরা অসহায় মানুষের পাশে দাড়াতে পার।