মোঃ আব্দুল সামাদ বিশ্বাস, স্টাফ রিপোর্টার। জেলার দিঘলিয়া থানাধীন বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জাকির হোসেন ও আনসার শেখের মধ্যে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন পরবর্তী সময় হতে উভয়ের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে ।
গত ১২ জুন ২০২২ তারিখ চেয়ারম্যান গাজী জাকির হোসেন মোটরসাইকেল যোগে দিঘলিয়া থানাধীন বোয়ালিয়ারচর গ্রামে নিজ মাছের ঘের দেখে সন্ধ্যায় বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন। বাড়ি ফেরার পথে বোয়ালিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর পৌছালে পূর্বথেকে ওৎ পেতে থাকা আসামিরা তাকে কুপিয়ে গুরুতর যখম করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় গাজী জাকির হোসেন মৃত্যুবরণ করেন।
এই সংক্রান্তের গাজী জাকির হোসেনের ছেলে বাদী হয়ে খুলনা জেলার দিঘলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারের পর জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই র্যাব-৬ (সদর কোম্পানি) এর একটি আভিযানিক দল আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যহত রাখে।
আজ-১৫/১০/২২ ইং শনিবার আনুমানিক ১৩.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার ফুলতলা থানাধীন গাড়াখোলা এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৬ সেখান থেকে চেয়ারম্যান গাজী জাকির হোসেন হত্যা মামলার প্রধান আসামী ১। শামিম শেখ (২৮), থানাঃ- দিঘলিয়া, জেলাঃ-খুলনাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার দীঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।