ইফতিয়াজ সুমন,, স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ উপ-নিবার্চিনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী নুরুল ইসলাম ২২ ২১২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী কাপ-পিরিচ প্রতিক নিয়ে সৈয়দ তালহা আলম পেয়েছেন ১১২০৩ ভোট। জমিয়তে উলামায়ে ইসলামের খেজুর গাছ প্রতিকের প্রাথী আব্দুল কাইয়ুম কামালী পেয়েছেন ৬১৪৪ভোট, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিক নিয়ে হারুন রাশীদ পেয়েছেন ৪৭৭৫ ভোট,জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মোঃআতাউর রহমান আলতাফ পেয়েছেন ১২৮৬ভোট।
২৫মে বৃহস্পতিবার সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। তবে ভোটারের উপস্থিতি সংখ্যা অত্যান্ত কম ছিল।
জগন্নাথপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২লাখ ১শত ৪৮ জন, এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২শত ৩১জন এবং মহিলা ভোটার ৯৯হাজার ৯শত ১৭ জন।