বিশেষ প্রতিনিধি:-
সুনামগঞ্জের জগন্নাথপুরে অনলাইন সংবাদমাধ্যম এমটিভি যাত্রা শুরু করেছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার (পহেলা আগষ্ট) দুপুরে জগন্নাথপুর পৌর মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এমটিভির সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আক্তার হোসেন। পরে এমটিভির চেয়ারম্যান ও জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোঃ সানোয়ার হাসান সুনু এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- পৌরসভার মেয়র আক্তার হোসেন।
মেয়র বলেন- এমটিভি কে অভিনন্দন জানিয়ে সার্বিক সফলতা কামনা করে বলেন, এমটিভি অন্যায়- অনিয়ম ও দূর্নিতীর বিরুদ্ধে সোচ্চার কন্ঠ হিসাবে কাজ করবে এবং আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী।
সভাপতির বক্তব্যে এমটিভির চেয়ারম্যান
বিশিষ্ট সাংবাদিক সানোয়ার হাসান সুনু
বলেন- সত্য ও ন্যায়ের পক্ষে আমাদের পথ চলা, আমরা সাদা কে সাদা কালো কে কালো, অনিয়ম ও দূর্নিতীর বিরুদ্ধে সোচ্চার থাকবো ইনশাআল্লাহ।
তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সকলের সহাযোগীতা ও দোয়া কামনা করেন।
এমটিভির নিউজ ইনচার্জ সাংবাদিক আমিনুল হক সিপনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি প্রবীন সাংবাদিক শংকর রায়, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ওয়ার্ড কাউন্সিলর শফিকুল হক, ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, কাউন্সিলর জিতু মিয়া, সোহেল আহমেদ, ছমির উদ্দিন, আলাল হোসেন, এমটিভির প্রোগ্রাম পরিচালক সাংবাদিক আমিনুর রহমান জিলু, সহকারি প্রোগ্রাম পরিচালক সাংবাদিক বিপ্লব দেবনাথ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ও দোয়া মাহফিল পরিচালনা করেন জগন্নাথপুর পৌর মসজিদের ইমাম মাওলানা আলী আহমদ।